• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৩:৪১:২৬ (28-Nov-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গামাটিতে জেএসএস-ইউপিডিএফ সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত ১, আহত ৪

২৭ নভেম্বর ২০২৫ সকাল ১০:৫৮:৫২

সংবাদ ছবি

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাউখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের দুই আঞ্চলিক রাজনৈতিক দলের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

Ad

২৬ নভেম্বর বুধবার কাউখালী ও রাঙ্গুনীয়া উপজেলার দুর্গম রইশ্যাবিল এলাকায় সংঘটিত এ ঘটনায় একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Ad
Ad

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান সোহাগ বলেন, স্থানীয়দের মাধ্যমে একজন নিহত ও চারজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও প্রসীতপন্থি ইউপিডিএফ সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রইশ্যাবিল ও মিতিঙ্গাছড়ি এলাকা দীর্ঘদিন ধরে ইউপিডিএফ (প্রসীতপন্থি)-এর নিয়ন্ত্রণে ছিল। তবে সম্প্রতি পিসিজেএসএস (সন্তু লারমা গ্রুপ) উক্ত এলাকাটি দখলে নিতে সক্রিয় হয়ে ওঠে। এ প্রেক্ষাপটেই বুধবারের গোলাগুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, সংঘর্ষ চলাকালে প্রায় ১৫০ রাউন্ড গুলি ছোঁড়া হয়, এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

এর আগে ২৩ নভেম্বর ইউপিডিএফের অঙ্গসংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র জনতার সংগ্রাম পরিষদ-এর সভাপতি এবং ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উষাতন চাকমা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন যে, ঘাগড়া, মিতিঙ্গাছড়ি ও রইশ্যাবিল এলাকায় পিসিজেএসএস-এর ৩৫-৪০ জনের একটি সশস্ত্র গ্রুপ অবস্থান নিয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ওই অভিযোগের তিন দিন পরই গোলাগুলির এ ঘটনা ঘটে।

বুধবার বিকেল পাঁচটার দিকে থেমে থেমে উভয় গ্রুপের মধ্যে গোলাগুলির সময় স্থানীয়রা দিকবিদিক ছুটোছুটি করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসন চেষ্টা চালাচ্ছে, তবে দুর্গম অঞ্চল হওয়ার কারণে তা বিলম্বিত হচ্ছে।

বুধবার রাত সাড়ে দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওসি সাইফুর রহমান জানান, ‘একজন নিহত ও চারজন আহত হওয়ার তথ্য পেয়েছি। এলাকা দুর্গম হওয়ায় এখনো নিশ্চিত করা যাচ্ছে না। নিশ্চিত তথ্য পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় ৪৪ জনের মৃত্যু
২৭ নভেম্বর ২০২৫ রাত ০৮:৫২:২৫



সংবাদ ছবি
নওগাঁয় দুই মাথা তিন হাতওয়ালা শিশুর জন্ম
২৭ নভেম্বর ২০২৫ রাত ০৮:৩২:৫৩






Follow Us