বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভাইয়ের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে জানাজাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বকশীগঞ্জ পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠে বড় ভাই পৌর বিএনপির সহ সভাপতি ছানু সওদাগরের জানাজাতে অংশ নেন তিনি।


জানাজাতে বড় ভাই ছানু সওদাগরের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন সাবেক ওই পৌর মেয়র।
এর আগে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিকেল ৩টায় জেলা কারাগার থেকে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নজরুল ইসলাম সওদাগরকে বকশীগঞ্জে আনা হয়।
সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর পৌর শহরের নিজ বাড়ি পৌঁছলে উপস্থিত কয়েক শত মানুষ তাকে এক নজর দেখতে ভিড় জমায়। এ সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় উপস্থিত মানুষের মধ্যে।
বিএনপি নেতা ছানু সওদাগরের জানাজায় সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, নজরুল ইসলাম সওদাগরের বড় ভাই উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার বক্তব্য রাখেন।
জানাযাতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জামায়াত, এনসিপি ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে জানাযাতে উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন বিএনপির সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বিএনপি নেতা ছানু সওদাগরকে দাফন করা হয়।
গত বছরের জুলাই আন্দোলনে নিহত রিপন হত্যা মামলায় গত ১২ আগস্ট রাতে বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগরকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ।
এরপর থেকে জামালপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available