নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠান মুক্তচিন্তার জায়গা, এখানে উগ্রবাদীদের স্থান নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

২৭ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।


শিক্ষাঙ্গণে নীতিগত অবস্থান ও মুক্তচিন্তার গুরুত্ব প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, “যে কোনো ধরনের উগ্রপন্থা দেশের অগ্রগতি, শিক্ষা ব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। শিক্ষাপ্রতিষ্ঠান হলো মুক্ত চিন্তার চর্চার স্থান, আর প্রতিটি শিক্ষার্থীকে মুক্ত মনে ভাবতে শেখানো শিক্ষকদের অন্যতম দায়িত্ব।”
তিনি আরও উল্লেখ করেন, “৫২, ৭১, ৯০ এবং ২৪-এই প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে মুক্তচিন্তা ও তরুণদের সাহসিক ভূমিকা আমাদের জাতির ইতিহাস বদলে দিয়েছে। তাই শিক্ষাঙ্গণে উগ্রবাদী রাজনীতির কোনো স্থান থাকতে পারে না।”
তিনি শিক্ষকদের সামাজিক মর্যাদা, পেশাগত উন্নয়ন এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন- লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহানারা জামান, উপাধ্যক্ষ মুহাম্মাদ নাজমুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মদ আইয়ুব আলী, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ শামিমা নার্গিস, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি ইউসুফ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available