• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩২ সকাল ১১:২৩:০৭ (12-Jan-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ব্যাংকের ভেতর থেকে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা চুরি

১২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪৪:৫৮

কালীগঞ্জে ব্যাংকের ভেতর থেকে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা চুরি
“সিসিটিভির ফুটেজ থেকে পাওয়া”

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সোনালী ব্যাংক শাখার ভেতরে অভিনব কৌশলে এক ব্যবসায়ীর নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Ad

অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার চাপালী কুটিপাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী কামাল হোসেন (৫৫) গত ২৯ ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ সোনালী ব্যাংক শাখা-২ থেকে ৪ লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর তিনি ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে টাকা গণনার সময় বাকী টাকা একটি ছোট হ্যান্ড ব্যাগে রাখেন।

Ad
Ad

কিছু সময় পর তিনি লক্ষ করেন, তার ব্যাগটি কাটা এবং ব্যাগের ভেতরে রাখা ২ লাখ ৫০ হাজার টাকা নিখোঁজ। পরবর্তীতে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাত পরিচয়ের তিনজন ব্যক্তি কৌশলে তার পাশে অবস্থান করে ব্যাগের ওপর একটি ফাইল রেখে ব্যাগ কেটে টাকা চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও চোর কিংবা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। পারিবারিক ও স্থানীয়ভাবে আলোচনা শেষে আইনি সহায়তা পাওয়ার জন্য তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এক সপ্তাহ না যেতেই উঠে যাচ্ছে রাস্তার পিচ
এক সপ্তাহ না যেতেই উঠে যাচ্ছে রাস্তার পিচ
১২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪৫:৫৩




রাঙ্গুনিয়ায় খেজুর গাছিকে খুনের ঘটনায় মামলা
রাঙ্গুনিয়ায় খেজুর গাছিকে খুনের ঘটনায় মামলা
১২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫৭:২৫




হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ
হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ
১২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us