• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ দুপুর ০১:১৩:২৬ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ দুপুর ০১:১৩:২৬ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

আইএফআইসি ব্যাংকের ৪৮তম বর্ষপূর্তি উদযাপন

 নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী আইএফআইসি ব্যাংক পিএলসি এর ৪৮তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার রাজধানীর পুরান পল্টনস্থ প্রধান কার্যালয় ‘আইএফআইসি টাওয়ার’-এর মাল্টিপারপাস হলে কেক কেটে বর্ষপূর্তি উৎসব উদযাপন করা হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মনসুর মোস্তফা ৪৮ বছর পূর্তিতে ব্যাংকের নবনিযুক্ত পরিচালনা পর্ষদের সদস্যদের প্রতি তাদের সময়োপোযোগী দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেনের পক্ষে ব্যাংকের সকল সম্মানিত গ্রাহক, শেয়ার হোল্ডোর, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।মনসুর মোস্তফা বলেন, ৪৮ বছরের দীর্ঘ পরিক্রমায় আইএফআইসি ব্যাংক দেশে জনমানুষের জন্য একটি অন্যতম আস্থায় জায়গা হয়ে উঠেছে। ১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে বৃহত্তম ব্যাংক আইএফআইসি দেশের শহর, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সবখানে ব্যাংকিং সেবা সহজ করে পৌছে দিচ্ছে। দেশের বাইরে যুক্তরাজ্য, ওমান, নেপালেও আইএফআইসি ব্যাংক তার ব্যবসা সম্প্রসারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। একই দিনে সারা দেশে ব্যাংকের ১৪০০ এর বেশি সকল শাখা ও উপশাখায় গ্রাহকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বর্ষপূর্তি উদযাপন করা হয়।