• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা কার্তিক ১৪৩২ রাত ১০:৫৪:৪০ (17-Oct-2025)
  • - ৩৩° সে:

জুলাই বিপ্লবে অপরাধীদের বিচার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাটর্নি জেনারেল

১৭ অক্টোবর ২০২৫ রাত ০৮:৪৬:৫৬

সংবাদ ছবি

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: জুলাই বিপ্লবে যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের মাধ্যমে আইনের আওতায় আনার বিষয়ে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

১৭ অক্টোবর শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

Ad
Ad

অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন ও বিচারপ্রক্রিয়ায় সরকার সঠিক পথে এগিয়ে যাচ্ছে। এ পথে মতবিরোধ ও মতপার্থক্য থাকবেই, তবে সরকার জানে কীভাবে তা মোকাবেলা করতে হয়। সুতরাং হতাশ বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই।

Ad

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ ১৭-১৮ বছর পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। সেই অধিকার নিশ্চিত করতে সরকার নিদ্রাহীনভাবে কাজ করছে। নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা শোনা যাবে, কিন্তু যত বাধাই আসুক বর্তমান সরকার তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছাবে।

শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম বাপ্পি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us