• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৫২:১৫ (04-Oct-2025)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ১ শিশুর মৃত্যু, দুই শিশু হাসপাতালে

৪ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৫৪:৪৪

সংবাদ ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ফটিকছড়িতে ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও জান্নাতুল আইবি (৫) ও ওয়াসিফা (২) নামে আরো দুই শিশু আহত হয়েছেন।

৪ অক্টোবর শনিবার সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড টিলাপাড়া এলাকায় জগির বাবুর্চির ভাড়া ঘরে এ ঘটনা ঘটে।

Ad
Ad

গুরুতর আহত জান্নাতুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ওয়াসিফাকে নাজিরহাট মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

Ad

নিহত ইব্রাহিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ পুকুরপাড়া এলাকার মো. বাদশার ছেলে। বাদশা বিগত এক মাস থেকে ঐ ঘরের ভাড়াটিয়া। এছাড়াও আহত জান্নাতুল আইবির প্রতিবেশী মো. আইয়ুবের কন্যা এবং ওয়াসিফা স্থানীয় পেয়ারুল ইসলামের কন্যা। তারা দীর্ঘ এক বছর যাবৎ জগির বাবুর্চির ঘরে ভাড়াটিয়া হিসেবে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ওই ভাড়া বাড়ির নিচতলায় খেলার সময় শর্ট সার্কিট থেকে সৃষ্ট বিদ্যুৎ স্পর্শে তিন শিশু একসাথে বিদ্যুতায়িত হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করলেও ইব্রাহিমকে বাঁচানো যায়নি।

স্থানীয় কোরবান সর্দার বলেন, ঘরের সিঁড়ির নিচে বিদ্যুতের তার শর্ট সার্কিট হলে তিন শিশু খেলার সময় বিদ্যুতায়িত করে। প্রতিবেশীরা দ্রুত তার কেটে ফেলায় দুই শিশুকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মুজিবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে সিঁড়ির নিচে খেলার সময় শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নোয়াখালীতে কিশোরকে হত্যার অভিযোগ
৪ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৪৪:৩৭






Follow Us