• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ০৯:৩৫:৪৩ (03-Dec-2025)
  • - ৩৩° সে:

ঢাকেবির অধ্যাদেশ দাবির পোস্টে শিক্ষকের হুমকি

৩ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০১:৩৬

সংবাদ ছবি

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (ঢাকেবি)-এর অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ঘোষিত এক বিক্ষোভ মিছিলের পোস্ট অর্থনীতি বিভাগের অফিসিয়াল গ্রুপে শেয়ার করায় এক শিক্ষার্থীকে হুমকি দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক অধ্যাপক জহুরুল হক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।

Ad

২ ডিসেম্বর মঙ্গলবার রাতে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ডাকা কর্মসূচির পোস্ট বিভাগের অফিসিয়াল গ্রুপে শেয়ার করেন। বিষয়টি পছন্দ হয়নি বিভাগের শিক্ষক অধ্যাপক জহুরুল হকের। পোস্টটি গ্রুপে কেন দেওয়া হয়েছে— এমন প্রশ্ন তুলে তিনি শিক্ষার্থীকে হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

Ad
Ad

অভিযোগ অনুযায়ী, পোস্টের নিচে কয়েকজন শিক্ষার্থী ‘লাভ রিয়্যাক্ট’ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষক। তিনি শিক্ষার্থীকে উদ্দেশ করে বলেন, ‘তুমি এটা কেন দিলে এখানে? এটা অফিসিয়াল গ্রুপ। যারা লাভ রিয়্যাক্ট দিয়েছে আমি সব নোট করে রাখলাম।’

শিক্ষকের এই মন্তব্যকে প্রকাশ্য হুমকি হিসেবে দেখছেন কলেজের শিক্ষার্থীরা। বিষয়টি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুকে শিক্ষার্থীদের একটি বড় অংশ এমন আচরণের তীব্র সমালোচনা করে পোস্ট দিচ্ছেন।

শিক্ষার্থীদের দাবি, অফিসিয়াল গ্রুপে অধ্যাদেশসংক্রান্ত দাবি নিয়ে আলোচনার সুযোগ থাকা উচিত। সেখানে শিক্ষকের এমন আচরণ অগ্রহণযোগ্য ও অশোভন। তারা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ইমরান খান সুস্থ আছেন, জানালেন তার বোন
৩ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:১৮:১১






Follow Us