• ঢাকা
  • |
  • বুধবার ৫ই ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৫৪:৪৯ (20-Aug-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

শুরু হলো মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস আইডিয়া প্রতিযোগিতা

২০ আগস্ট ২০২৫ সকাল ০৯:৩২:৫০

সংবাদ ছবি

ক্যাম্পাস প্রতিনিধি: বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস বিষয়ক আইডিয়া প্রতিযোগিতা আয়োজন করছে সেন্টার ফর ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিকস রিসার্চ (CTLR)।
এবারের বিষয় Application of Emerging Technologies in Maritime Transportation and Logistics Industries.

এই প্রতিযোগিতায় সেরা তিনটি সৃজনশীল আইডিয়ার বিজয়ীদের জন্য থাকছে স্বনামধন্য দেশি এবং বিদেশি স্কলার ও ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে কাজ করার সুযোগ। পাশাপাশি, বিজয়ীরা পাবেন নগদ অর্থ ও সম্মাননা সনদ।

প্রতিযোগিতায় অংশ নিতে, অংশগ্রহণকারীদের একটি ক্রিয়েটিভ এবং সেমি রিসার্চ আইডিয়া তৈরি করতে হবে। আইডিয়াটি মেরিটাইম সেক্টরের ট্রান্সপোর্টেশন এবং লজিস্টিকস ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিভাবে এই শিল্পের দক্ষতা বৃদ্ধিতে কাজে লাগবে সেটি তুলে ধরতে হবে। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আইডিয়াটি একটি ১০-১২ মিনিটের ভিডিওতে উপস্থাপন করতে হবে। এরপর, ভিডিওটির গুগল ড্রাইভ লিংক CTLR- এর ইমেইল (info.ctlr@gmail.com) ঠিকানায় পাঠাতে হবে।

CTLR-এর জুরি বোর্ড ২০ পয়েন্টের ভিত্তিতে জমা দেওয়া ভিডিওগুলো মূল্যায়ন করবে। বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠানের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের নিয়মিত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিটি দল সর্বোচ্চ দুজন সদস্য নিয়ে গঠিত হতে পারবে এবং একটি দল কেবল একটি ধারণাই জমা দিতে পারবে। অংশগ্রহণকারীদের অবশ্যই আগামী ৩০ আগস্ট ২০২৫ এর মধ্যে এই Google Form লিংকের (https://forms.gle/rinV2k26rPCxheX27) মাধ্যমে নিবন্ধন করতে হবে।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পাবে ১০ হাজার টাকা এবং সার্টিফিকেট। প্রথম রানার-আপকে দেওয়া হবে ৮ হাজার টাকা ও সার্টিফিকেট, আর দ্বিতীয় রানার-আপ পাবে ৬ হাজার টাকা ও সার্টিফিকেট। এছাড়াও, সকল অংশগ্রহণকারীকে একটি অংশগ্রহণমূলক সনদ দেওয়া হবে।

প্রতিযোগিতার নিবন্ধনের শেষ তারিখ ৩০ আগস্ট, ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর এবং
ফলাফল প্রকাশ ১৫ অক্টোবর ২০২৫।

প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে অবশ্যই নির্দেশিকা ভিডিওটি (https://youtu.be/D7cxnK6uiV0?si=p9qJK6MJI9brb4QZ)দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ