• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা মাঘ ১৪৩২ সকাল ১০:৪৪:৪০ (16-Jan-2026)
  • - ৩৩° সে:

বেরোবির ডিজাস্টার ক্যাফের ব্যতিক্রমী সচেতনতামূলক কার্যক্রম

১৬ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫১:৪০

বেরোবির ডিজাস্টার ক্যাফের ব্যতিক্রমী সচেতনতামূলক কার্যক্রম

বেরোবি প্রতিনিধি: ডিজাস্টার ক্যাফের উদ্যোগে রংপুরের কাউনিয়া উপজেলায় শতাধিক শিক্ষার্থীকে দুর্যোগ বিষয়ে প্রাথমিক ধারণা ও সচেতনতা শিক্ষা দেওয়া হয়েছে। কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সংগঠনটির প্রথম কার্যক্রম হিসেবে এই সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।

Ad

অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুর্যোগের ধরন, ঝুঁকি, প্রস্তুতি, দুর্যোগকালীন করণীয় এবং নিরাপদ আচরণ বিষয়ে সহজ ও ব্যবহারিক ধারণা দেওয়ার পাশাপাশি কুইজ ও পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।

Ad
Ad

কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের কাউনিয়া উপজেলা মূলত তিস্তা নদীর একেবারে তীরবর্তী এলাকা। বছরের বিভিন্ন সময়ে বন্যাসহ নানা ধরনের দুর্যোগে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এসব বিষয় পরিবার ও সমাজের সঙ্গে শেয়ার করতে পারবে। এটি শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী একটি উদ্যোগ। ডিজাস্টার ক্যাফের সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ডিজাস্টার ক্যাফের এক সদস্য বলেন, যেহেতু আমরা দুর্যোগ নিয়ে পড়াশোনা করছি তাই পড়াশোনার সাথে সাথে বাস্তবিক জীবনে আমাদের লক্ষ্য হচ্ছে শিশু-কিশোর ও সাধারণ মানুষের মাঝে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। দুর্যোগের আগে, সময় ও পরে কীভাবে করণীয় নির্ধারণ করতে হয়, সে বিষয়ে সহজ ভাষায় ধারণা দেওয়া ও দুর্যোগকে সাথে নিয়ে ভবিষ্যৎ পথচলায় সহায়তা করা আমাদের মূল উদ্দেশ্য।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে ‘ডিজাস্টার ক্যাফে’ গড়ে উঠেছে। সংগঠনটি মূলত তিন শ্রেণির মানুষদের নিয়ে কাজ করছে; শিক্ষার্থী, তরুণ এবং দুর্যোগ প্রবণ সম্প্রদায়। দুর্যোগের সময় কীভাবে নিরাপদ থাকা যায়, কীভাবে প্রস্তুতি নিতে হয় এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখাই তাদের প্রধান লক্ষ্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকাসহ যেসব আসনে লড়বে এনসিপি
ঢাকাসহ যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২৭:৩৩

আজ পবিত্র শবে মেরাজ
আজ পবিত্র শবে মেরাজ
১৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২৪:৩৪








Follow Us