• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৩:৫০ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় মামলা

৯ আগস্ট ২০২৩ সকাল ০৯:১৩:৫৯

মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ট্রলার ডুবিতে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  এখনো ২ শিশু নিখোঁজ। এ ঘটনায় ড্রেজার-বালু ব্যবসায়ী সিরাজদিখান উপজেলা যুবলীগ নেতা জাহিদ শিকদার ও ছাত্রলীগের নেতা পারভেজ চোকদার পাপ্পুর বিরুদ্ধে লৌহজং থানায় মামলা মামলা করেছেন ট্রলার দুর্ঘটনায় বেঁচে  যাওয়া পরিবার ও স্বজন হারা রুবেল শেখ।

Ad

৬ আগস্ট রবিবার লৌহজং থানায় একটি লিখিত অভিযোগ দেন তিনি। পরে পুলিশ অভিযোগটি তদন্ত করে মামলা হিসেবে নথিভুক্ত করে।

Ad
Ad

অভিযোগে সিরাজদিখান থানা যুবলীগ আহবায়ক সদস্য জাহিদ শিকদারকে ২নং ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ পারভেজ চোকদার পাপ্পুলে ৩নং আরও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহিদ শিকদার  ও পাপ্পু চোকদারের যোগসাজসে বাল্কহেডের সুকানি, মালিকসহ অজ্ঞাতনামা ২/৩ জন অবৈধভাবে বালুবাহী বাল্কহেড বেপরোয়া গতিতে চালায়। ৫ আগস্ট রাত ৮টার দিকে লৌহজং এলাকার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এই বালুবাহী বাল্কহেড তাদের ইঞ্জিন চালিত ট্রলারে ধাক্কা দেয়। এতে তাদের ট্রলার ডুবে গিয়ে মামলার বাদি রুবেলের স্ত্রী, সন্তান, ভাই-বোন প্রাণ হারান।

লৌহজং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, আমাদের থানায় মামলাটি হওয়ার পর নৌ-পুলিশ সেটি নিয়ে গিয়েছে, এখন তারাই বিষয়টি তদন্ত করবে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, এইঘটনার সাথে জড়িত সুকানি ও চালকসহ সকল আসামিদের আমরা গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি এবং মামলাটির  তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:০০

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:৪৬




Follow Us