গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি (LPG) গ্যাস বিক্রি করার দায়ে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন।

৫ জানুয়ারি সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি গ্যাসের ট্রাক জব্দসহ ব্যবসায়ীদের জরিমানা ও কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।


আজ দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত দামের চেয়ে ২০০-৩০০ টাকা বেশি হাতিয়ে নিচ্ছে।
অভিযান চলাকালে একটি ট্রাককে হাতেনাতে ধরা হয়, যেখানে সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছিল। ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ট্রাকটি জব্দ করেন এবং সংশ্লিষ্টদের কঠোর জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, "কিছু অসাধু ডিলার ও খুচরা বিক্রেতা মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। জনগণের ভোগান্তি কমাতে আমাদের এই তদারকি অব্যাহত থাকবে। যারা নির্ধারিত দামের চেয়ে এক টাকাও বেশি নেবে, তাদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
উল্লেখ্য, গতকাল (৪ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৩০৬ টাকা নির্ধারণ করেছে। কিন্তু শ্রীপুরের বিভিন্ন বাজারে ১২ কেজি সিলিন্ডার ১,৫০০ থেকে ১,৮০০ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। আজকের এই অভিযানের ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available