নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হওয়ার পর মরদেহবাহী গাড়ি যাচ্ছে জিয়াউর রহমানের কবরের দিকে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার দুপুরে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজাস্থল ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় মানুষের ঢল নামায় পুরো ঢাকাই পরিণত হয় এক বিশাল জানাজার মাঠে।


৩১ ডিসেম্বর বুধবার সরেজমিন ঘুরে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়াও বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউমার্কেট, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া হয়ে খামারবাড়ি ও বিজয় স্মরণীসহ আশপাশের সব সড়ক মানুষের ভিড়ে সয়লাব হয়ে যায়। এমনকি এসব এলাকার অলিগলিতেও জানাজায় অংশ নিতে আসা মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি, যেখানে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তাকে রাষ্ট্র ও দলীয় কার্যক্রমের একজন প্রভাবশালী নেত্রী হিসেবে স্মরণ করা হচ্ছে।
মানিক মিয়া অ্যাভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ, নেতা–কর্মী ও সাধারণ জনতার উপস্থিতি ছিল দৃশ্যমান। জনতার চোখে ছিল অশ্রু, পরিবেশ ছিল ভারী-এ যেন এক কিংবদন্তি রাজনৈতিকের অবিস্মরণীয় চিরবিদায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available