• ঢাকা
  • |
  • শনিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:০৭:৪২ (22-Nov-2025)
  • - ৩৩° সে:

বাউল গান আদি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ : ফজলুল হক মিলন

২২ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:২৬

সংবাদ ছবি

পুবাইল থানা প্রতিনিধ : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাউল গানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন।

Ad

বক্তব্যে তিনি বলেন, “বাউল গান বাংলাদেশের আদি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রায় বিলুপ্তের পথে । বিদেশি সংস্কৃতি দেশে প্রবেশ করে যে আনন্দ উপভোগ করা হয়, তা আমাদের সমাজের প্রকৃত চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি থাকে, আর বাউল গান সেই সংস্কৃতিরই জীবন্ত প্রতিচ্ছবি। অতীতে যখন ইলেকট্রনিক মিডিয়া ছিল না, তখন গ্রামেগঞ্জে, হাটবাজারে বাউল গানের আসর বসত, মানুষ সেখানে আনন্দ ও মানসিক শান্তি খুঁজে পেত।”
তিনি আরও বলেন,
“আমি আজ আপনাদের মুরুব্বি, মা-বোনদের দোয়া নিতে এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল,  আমরা মিলেমিশে একটি নতুন, সুন্দর বাংলাদেশ গড়তে চাই। ধানের শীষ আমাদের জীবনের প্রতীক— উন্নয়নের, ঐক্যের, পরিবর্তনের। তাই আমি অনুরোধ করছি, আপনারা আবার আমাকে সুযোগ দিন, ধানের শীষে ভোট দিন। আপনাদের দোয়ায় উন্নয়নের ধারাবাহিকতা সবার ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।”

Ad
Ad

২১ শে নভেম্বর  শুক্রবার সন্ধ্যার পর পূবাইল উচ্চ বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে পূবাইল থানা বিএনপি'র সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পবাইল থানা বিএনপি'র বিপ্লবী সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার , যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইবুল ইসলাম সোহাগ,  সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া ও এম নজরুল ইসলাম , আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, আলহাজ্ব আসাদ হোসেন খান বুলবুল, জয়েন্ট সেক্রেটারি রাকিব মোল্লা বিএনপির সম্মানিত সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, সম্মানিত সদস্য পূবাইল থানা বিএনপিসহ পূবাইল থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গাজীপুর জেলার বিভিন্ন এলাকার গান প্রেমী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us