• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩২ রাত ১০:৫২:০৬ (28-Jan-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে নকল সিগারেটের সয়লাব: প্রান্ত স্টোরে মিলল কার্টুন ভর্তি জাল সিগারেট

২৮ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১২:২২

শ্রীপুরে নকল সিগারেটের সয়লাব: প্রান্ত স্টোরে মিলল কার্টুন ভর্তি জাল সিগারেট

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে নকল সিগারেটের রমরমা ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আবদার কলেজ রোড এলাকার 'প্রান্ত স্টোর' নামক একটি দোকানে দীর্ঘদিন ধরে আসল সিগারেটের আড়ালে নকল সিগারেট বিক্রির মাধ্যমে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের প্রতারিত করার সত্যতা মিলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারি বুধবার সকালে জৈনাবাজার-আশা রুটের একজন খুচরা বিক্রেতা কলেজ রোড এলাকার সোহাগ মিয়ার মালিকানাধীন 'প্রান্ত স্টোর' থেকে ৭ প্যাকেট স্টার সিগারেট ক্রয় করেন। দোকানে ফিরে তিনি দেখতে পান, ৭ প্যাকেটের মধ্যে ২ প্যাকেট সিগারেটই নকল। পরবর্তীতে ওই বিক্রেতা প্রান্ত স্টোরে গিয়ে এর প্রতিবাদ করলে দোকান মালিক সোহাগ মিয়া তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে দোকান থেকে তাড়িয়ে দেন।

ভুক্তভোগী ওই দোকানদার বিষয়টি সাংবাদিকদের জানালে, সরেজমিনে প্রান্ত স্টোরে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। অনুসন্ধানে দেখা গেছে, দোকানের ভেতরে একের পর এক কার্টুন ভর্তি বিপুল পরিমাণ নকল স্টার সিগারেট মজুত রাখা হয়েছে। সাধারণ প্যাকেটের সাথে এর খুব সামান্য পার্থক্য থাকায় সাধারণ ক্রেতারা সহজেই বিভ্রান্ত হচ্ছেন।

নকল সিগারেট বিক্রির বিষয়ে জানতে চাইলে প্রান্ত স্টোরের মালিক সোহাগ মিয়া দায়সারা জবাব দেন। তিনি দাবি করেন, "একজন লোক কয়েকদিন পর পর তার দোকানে এসে কম দামে এসব সিগারেট দিয়ে যায়।" তবে ওই ব্যক্তির পরিচয় বা কোনো সঠিক তথ্য তিনি দিতে পারেননি। এতে স্থানীয়দের ধারণা, অধিক মুনাফার আশায় সোহাগ মিয়া জেনেশুনেই দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন।

Ad

এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, নকল সিগারেট বিক্রির ফলে তারা একদিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে কাস্টমারদের কাছে হেনস্তা হতে হচ্ছে। তেলিহাটি ইউনিয়নের সচেতন মহল ও ব্যবসায়ীরা অবিলম্বে এই নকল সিগারেট চক্রের মূল হোতাকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে
উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে
২৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:১৮



Follow Us