• ঢাকা
  • |
  • শনিবার ৩রা কার্তিক ১৪৩২ রাত ১০:৪৫:৩৩ (18-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

না ফেরার দেশে বাউল শিল্পী বাবুল

কুমিল্লা প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ বাবুল বাউল।১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ওই গুণী শিল্পী।জানা যায়, বাবুল বাউল নামে পরিচিত ফজলুর রহমান বাবুলের পৈতৃক নিবাস বরিশাল হলেও তার বেড়ে ওঠা এবং সংগীত চর্চার পুরো সময় কেটেছে কুমিল্লায়। যে কোনো অনুষ্ঠানে গানের জন্য ডাক পড়লে কাউকে ফেরাতেন না তিনি। সব অনুষ্ঠানে অবলীলায় গান করতেন। পরিবার নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোডে বসবাস করতেন বাবুল। সেখানে ছোট একটি চায়ের দোকানও ছিল তার। চলতি বছরের এপ্রিল মাসে হঠাৎ স্ট্রোক করেন তিনি। পরিবার এবং সাংস্কৃতিক কর্মীদের সহযোগিতায় সুস্থ হলে বাবা-মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে বরিশাল যান তিনি।সেখানে পুনরায় অসুস্থ হলে তাকে বরিশালের একটি হসপিটালে ভর্তি করানো হয়। গতকাল রাত ৭টায় সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।তার মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।