• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৬:৫৪ (12-Nov-2025)
  • - ৩৩° সে:

পটিয়ায় ইয়াবা পাচারে কাণ্ডে মাদক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১২ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৫:০৫

সংবাদ ছবি

পটিয়া (চট্টগ্রাম) প্রদিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ৬০ হাজার পিস ইয়াবা পাচারের মুল হোতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই আবদুল আল মামুনকে (৪১) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Ad

গত শনিবার সকালে র‍্যাব-৭ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ার দিঘি এলাকা থেকে মাদক কর্মকর্তাসহ ৫ জনকে গ্রেফতার করে।

Ad
Ad

গ্রেফতারকৃত কর্মকর্তার নাম মো. আবদুল্লাহ আল মামুন (৪১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম খ” সার্কেল, পটিয়ার মোজাফফরাবাদে সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত।

অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া নগদ ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত অন্যরা হলেন- কুমিল্লা জেলার মো. মাঈনুদ্দিন, জামালপুর জেলার মোহাম্মদ জুনাইদ তানভীর তরফদার, পটিয়া পৌরসভার রাশেদুল আলম একই মো. জসিম উদ্দিন।

র‍্যাব জানান, গ্রেফতারকৃত পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী উপ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন তার পদমর্যাদার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক কারবারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। মাদক পরিবহনের সময় সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জ্যাকেট, ক্যাপ ও ওয়াকিটকি ব্যবহার করত, যাতে কেউ সন্দেহ না করে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক প্রদীপ দে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পটিয়া মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিন জানান, ইয়াবাসহ গ্রেফতার হওয়া এএসআই মামুনকে ১০ নভেম্বর সোমবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মরত ছিলেন। মামুন প্রায় সময় অসুস্থতার কথা বলে ঠিকমত অফিসে আসতো না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us