• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০৯:১৩:১৭ (28-Dec-2025)
  • - ৩৩° সে:
বীরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বীরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মো. রুবেল হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।২৭ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. তাহমুদার রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি রেইডিং পার্টি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতার রুবেল হোসেন বীরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুজালপুর (শান্তিবাগ) এলাকার বাসিন্দা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের পশ্চিমে অবস্থিত আসামির দোকান তল্লাশি করে দোকানের পেছনের কাঠের র‌্যাকে লুকানো অবস্থায় একটি প্লাস্টিক কৌটার ভেতর থেকে কমলা রঙের ২১০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল স্কেলে পরিমাপে ইয়াবার মোট ওজন পাওয়া যায় ২১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা।ঘটনাস্থলেই আসামিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। জব্দ তালিকা প্রস্তুতসহ রাসায়নিক পরীক্ষার জন্য ইয়াবার নমুনা সংগ্রহ করা হয়েছে। উদ্ধার আলামত বর্তমানে বিভাগীয় হেফাজতে রয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে বিক্রির উদ্দেশ্যে নিজ দোকানে ইয়াবা সংরক্ষণ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।