• ঢাকা
  • |
  • সোমবার ৫ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:২৭:০৩ (21-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:২৭:০৩ (21-Jul-2025)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটের বক্সগঞ্জে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ও নাঙ্গলকোট প্রেসক্লাবের সহযোগীতায় এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার পরিচালনায় চক্ষু চিকিৎসা শিবির শুক্রবার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।চক্ষু চিকিৎসা শিবিরে সব বয়সের সব ধরণের কয়েক শত চক্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হয়। সাধারণ রোগীদের বিনামূল্যে ঔষধপত্র প্রদান এবং ছানী অপারেশনের রোগীদের চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অপারেশনের জন্য নেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন- জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী ডা. এ কে এম আবদুস সেলিম, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি ও বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশ্রাফ, অভিভাবক সদস্য মনির হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ফখরুল ইসলাম, ইউসুফ আলী, সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান বিএসসি, সমিতির প্রোগ্রাম অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।