• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:০৫ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

ভোর থেকে ঢাকা-বগুড়া মহাসড়কে দীর্ঘ যানজট

১৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১৬:২৩

ভোর থেকে ঢাকা-বগুড়া মহাসড়কে দীর্ঘ যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ অংশে ৩ কিলোমিটার এলাকায় ভোররাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকে পড়ে আছে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন।

Ad

১৭ অক্টোবর শুক্রবার ভোর থেকে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী আন্ডারপাস থেকে কালিকাপুর পর্যন্ত যানজট শুরু হয়। এতে ঢাকা ও বগুড়ামুখী দুই লেনের গাড়ি দীর্ঘ সময় আটকে আছে।

Ad
Ad

পুলিশ জানায়, রায়গঞ্জের রয়হাটি ব্রিজে চলমান নির্মাণকাজের কারণে এক লেন দিয়ে যান চলাচল করছে। এ ছাড়া ট্রাফিক আইন অমান্য করে চালকদের বিশৃঙ্খল চলাচলের কারণেও যানজট তৈরি হয়। সকাল সাতটার দিকে রয়হাটি ব্রিজের পাশে পাথরবোঝাই একটি ট্রাক নষ্ট হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়।

ঢাকামুখী ট্রাকচালক গফুর আলী বলেন, ভোর থেকে বসে আছি। সামনে এগোতে পারছি না। কত সময় এইভাবে থাকতে হবে তাও সঠিক বলতে পারছি না।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এখন যান চলাচল ধীরগতিতে চলছে। আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, ব্রিজের কাজের কারণে এক লেন দিয়ে দুই দিকের গাড়ি চলায় গতি কমে যায়। ভোরে দুটি গাড়ি মুখোমুখি আটকে গেলে আমরা গিয়ে যানজট নিরসনের চেষ্টা করি। পরে সকাল সাতটার দিকে ঢাকামুখী একটি ট্রাকের চাকা ভেঙে আবারও জট তৈরি হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:০০

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:৪৬




Follow Us