• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:২৩:৫৯ (07-Oct-2025)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে জামাতার মরদেহ উদ্ধার

৭ অক্টোবর ২০২৫ দুপুর ০১:৪৮:৫৩

সংবাদ ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে রুবেল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

৭ অক্টোবর মঙ্গলবার সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের মহব্বত আলী মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর থেকেই নিহতের শাশুড়ি পারভিন বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

Ad

নিহত রুবেল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের আশার বাড়ির বেল্লাল মিয়ার ছেলে।

নিহতের বোন নয়ন আক্তার জানায়, আট মাস আগে রুবেলের সাথে বিয়ে হয় রিয়া আক্তারের সাথে। রুবেলকে তার স্ত্রীর পছন্দ হয়নি। এতে বিয়ের পর থেকেই তাদের বিরোধ চলে আসছিল। সোমবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে শ্বশুড়বাড়ির লোকজন ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। তিনি এ হত্যার বিচার দাবি করেছেন।

তবে নিহতের স্ত্রী রিয়া আক্তার বলেন, আমার সঙ্গে রুবেলের কোনো ঝগড়া হয়নি। তিনি আমাদের ঘরেও আসেননি। আমাদেরকে ফাঁসাতেই বাড়ির সামনে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোন্নাফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত করে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
বেরোবির প্রথম সমাবর্তন ২০ ডিসেম্বর
৭ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৫৪:৩৬






সংবাদ ছবি
ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১
৭ অক্টোবর ২০২৫ দুপুর ০১:২৮:০৫


Follow Us