স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেনের নেতৃত্বে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এর আগে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রচারণা শুরু করা হয়।
এসময় নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন বলেন, আজকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের দফাগুলো জনগণের কাছে তুলে ধরছি। আজ থেকে ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
৬নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলা দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রম শেষ হবে।
নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেনের নেতৃত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরশাদ গাজী, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হানিফ বেপারী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, যুবদল নেতা আলী হোসেন, শ্রমিক দল নেতা মো. মিলন, মো. আলম, নাসিক ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রুস্তম আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা আলী আক্কাস, হেলাল উদ্দিন, শাহাদুল্লাহ, মো. মাসুম ও মো. ইসমাঈলসহ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available