• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ বিকাল ০৩:২৬:১৭ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারের উত্তপ্ত সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

২৮ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৫৩:৫৬

কক্সবাজারের উত্তপ্ত সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।

Ad

২৮ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১১টা থেকে টেকনাফের হোয়াইক্যং, উখিয়ার পালংখালী ও তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

Ad
Ad

নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের ঘটনায় সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মহাপরিচালক সীমান্ত পরিদর্শনে আসেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমার আর্মি (বিজিপি) এবং আরাকান আর্মির মধ্যকার চলমান সংঘর্ষের জের ধরে গত ২৭ জানুয়ারি মিয়ানমার হতে ফায়ার করা ১৩টি মর্টার শেল এবং ১ রাউন্ড বুলেট কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে পড়ে।

ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি তাৎক্ষণিক প্রতিপক্ষ বিজিপিকে প্রতিবাদলিপি পাঠায়। ওই ঘটনার প্রেক্ষিতে বিজিবির মহাপরিচালক সকাল থেকে বিকেল পর্যন্ত মিয়ানমারের ফায়ার করা মর্টার শেল এবং বুলেট বাংলাদেশে পতিত হওয়ার স্থান পরিদর্শন এবং পর্যবেক্ষণ করেন।

এছাড়াও সংশ্লিষ্ট পালংখালী, তুমব্রু এবং হোয়াইক্যং বিওপি পরিদর্শন করে মিয়ানমারে সাম্প্রতিক চলমান সংঘর্ষ এবং প্রতিপক্ষের বিদ্রোহী গোষ্ঠী ও তাদের কার্যক্রমে বিজিবিকে সীমান্ত এলাকায় সতর্কতার সাথে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেন, বিজিবি একটি স্বনামধন্য সুপ্রশিক্ষিত বাহিনী। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিজিবি পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করছে।

মহাপরিচালকের সঙ্গে বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে কম্বল বিতরণ
কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে কম্বল বিতরণ
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:১৪:৩৭

রংপুর মহানগরে টাকা ও তাসসহ গ্রেফতার ৩
রংপুর মহানগরে টাকা ও তাসসহ গ্রেফতার ৩
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০৭:১২



ঝিনাইদহে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক
ঝিনাইদহে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক
১৩ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:১৪:১৩


সদরপুরে পদ্মা নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান
সদরপুরে পদ্মা নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান
১৩ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৫৬:৫৪



Follow Us