• ঢাকা
  • |
  • রবিবার ১১ই মাঘ ১৪৩২ রাত ০১:৩৮:৫৪ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

বিপিএলের দ্বাদশ আসর শেষে কে কি পুরস্কার জিতলেন

২৪ জানুয়ারী ২০২৬ সকাল ১১:২২:৫১

বিপিএলের দ্বাদশ আসর শেষে কে কি পুরস্কার জিতলেন

স্পোর্টস ডেস্ক: শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর। ২৩ জানুয়ারি শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

Ad

৬ দল নিয়ে অনুষ্ঠিত এবারের বিপিএলে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। মাসব্যাপী এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও আলো ছড়িয়েছেন অনেক ক্রিকেটার। টুর্নামেন্ট শেষে তাদের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে বিভিন্ন পুরস্কার।

Ad
Ad

এবারের বিপিএলে মোট প্রাইজমানির পরিমাণ ছিল প্রায় ৫ কোটি টাকা। চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা, আর রানার্সআপ চট্টগ্রাম রয়্যালসের ঝুলিতে গেছে ১ কোটি ৭৫ লাখ টাকা।

ফাইনালে রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিম ৬২ বলে দুর্দান্ত ১০০ রানের ইনিংস খেলেন। তার এই অনবদ্য পারফরম্যান্সের জন্য তিনি ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা।

পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে সবচেয়ে সফল ছিলেন সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন। ৩৯৫ রান করে তিনি আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হন এবং সেরা ব্যাটারের পুরস্কার হিসেবে পান ৫ লাখ টাকা।

বোলিংয়ে দুর্দান্ত ছিলেন চট্টগ্রাম রয়্যালসের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এক আসরে রেকর্ড ২৬ উইকেট শিকার করে তিনি জেতেন সেরা বোলারের পুরস্কার। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও নির্বাচিত হন তিনি। সব মিলিয়ে শরিফুল ইসলামের প্রাপ্ত পুরস্কারের পরিমাণ ১৫ লাখ টাকা।

ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা ফিল্ডারের স্বীকৃতি পেয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস। তিনি পেয়েছেন ৩ লাখ টাকার চেক। আর উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রাজশাহী ওয়ারিয়র্সের তরুণ পেসার রিপন মণ্ডল, তার প্রাপ্তি ৩ লাখ টাকা।

এক নজরে এবারের বিপিএলে পুরস্কার পেলেন যারা:

চ্যাম্পিয়ন: রাজশাহী ওয়ারিয়র্স

রানার্সআপ: চট্টগ্রাম রয়্যালস

ম্যান অব দ্য ফাইনাল: তানজিদ হাসান তামিম

সর্বোচ্চ উইকেটশিকারী: শরিফুল ইসলাম (২৬ উইকেট)

সর্বোচ্চ রানসংগ্রাহক: পারভেজ হোসেন ইমন (৩৯৫ রান)

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: শরিফুল ইসলাম

সেরা ফিল্ডার: লিটন দাস

ইমার্জিং প্লেয়ার: রিপন মণ্ডল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২৪ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৭:২০



নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৩৩




আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:০০


Follow Us