• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৫৩:০৩ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

কৃষি

বদলগাছীতে স্বল্প মেয়াদী ধানের চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

২১ আগস্ট ২০২৫ দুপুর ১২:১৩:০১

সংবাদ ছবি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে খরা সহিষ্ণু, উচ্চফলনশীল ও স্বল্প মেয়াদী ধানের জাত বিনাধান-১৯ এবং বিনাধান-২১ চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২০ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের বাস্তবায়নে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে উপজেলা কৃষি অফিস।

মাঠ দিবসে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আজাদুল হকের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা, ময়মনসিংহের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, বালুভরা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা নাহিদ হাসনাত প্রমুখ ।

এসময় উপস্থিত ছিলেন বালুভরা ইউনিয়নের কোমারপুর এলাকার কৃষক-কৃষাণিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বল্প মেয়াদী ধানের জাত বিনাধান-১৯ ও বিনাধান-২১ অন্যান্য জাতের তুলনায় অধিক ফলনশীল। এগুলো চাষে পানির প্রয়োজন কম, রোগ ও পোকামাকড়ের আক্রমণও কম হয়। ধানগুলো চিকন চাল হওয়ায় বাজার চাহিদাও বেশি। দ্রুত চাষাবাদ সম্ভব হওয়ায় কৃষকদের সময় ও খরচ সাশ্রয় হয়। এই জাত দুটি দেশের ধান উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন উপস্থিত বিশেষজ্ঞরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
পাখির যত্ন কীভাবে নিবেন? রইল কিছু টিপস
২১ আগস্ট ২০২৫ দুপুর ১২:১৮:০৫