• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:৫১:১১ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:৫১:১১ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জুনিয়র-সিনিয়র সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

২৯ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৫৪:০৪

জুনিয়র-সিনিয়র সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জুনিয়রের সঙ্গে বসাকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২৮ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে আইন অনুষদের দ্বীন মোহাম্মদ ইরফান আজিজকে সভাপতি এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়।

এছাড়াও তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আশরাফুল আলম। কমিটিকে পত্র ইস্যুর তারিখ হতে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে সরেজমিনে তদন্তপূর্বক লিখিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করা হয়েছে।

জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৮ তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে বসাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষ (১৬ তম ব্যাচ) ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা (১৭ তম ব্যাচ)। এরপর ১৭ ব্যাচের শিক্ষার্থীরা ঘটনাটি বিভাগের সিনিয়র শিক্ষার্থীদের জানালে তারা সমাধানের চেষ্টা করেন। তবে সিনিয়র শিক্ষার্থীরা মীমাংসা করতে না পারায় গত ২৫ নভেম্বর সোমবার শিক্ষকদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। তবে ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের মীমাংসার রায় পছন্দ না হওয়ায় ২৭ নভেম্বর বুধবার পুনরায় শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন বিভাগটির শিক্ষকরা।

এ সময় শিক্ষকদের সামনেই সিনিয়র শিক্ষার্থীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকেন ১৬ব্যাচের শিক্ষার্থীরা। পরিস্থিতি শান্ত করতে বিষয়টি অমীমাংসিত রেখেই বিভাগটির বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম শিক্ষার্থীদের বাইরে যেতে বলেন। পরে বিভাগীয় প্রধান সিনিয়র শিক্ষার্থীদের আবারও বিভাগে আসতে বললে পথিমধ্যে তাদের ওপর অতর্কিত হামলা চালায় ১৬ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। পরে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে নারী শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন।

এ বিষয়ে প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় বিভাগটির সিনিয়র শিক্ষার্থীরা লিখিত অভিযোগ জমা দিয়েছে। জুনিয়র শিক্ষার্থীদের থেকেও মৌখিক অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটিও গঠন করেছে। তদন্ত সাপেক্ষে অতিদ্রুত অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০
৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৬:৩৬