• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৪:০৩ (15-Jan-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগ চাওয়ায় শিক্ষার্থীদের ওপর হামলা

১৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৫:২৪

রূপগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগ চাওয়ায় শিক্ষার্থীদের ওপর হামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অদক্ষতার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদের পদত্যাগের দাবিতে ৭ দিন ধরে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করছে শিক্ষার্থীরা।

Ad

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ডেমরা-কালীগঞ্জ সড়কের কুদুর মার্কেট এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Ad
Ad

এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের তীব্র আন্দোলনের মুখে প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা বিদ্যালয়ের সকল কক্ষে তালা লাগিয়ে চলে যান। এ ঘটনায় এলাকা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ১৬ বছর ধরে ফরিদ আহমেদ বিদ্যালয়ে প্রথমে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এক সময় প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার অদক্ষতার কারণে বিদ্যালয়ে লেখাপড়ার মান কমছে। সহকারী শিক্ষকরাও তার কাছে জিম্মি হয়ে পড়েছে। বিদ্যালয়ের নানা খাত দেখিয়ে প্রধান শিক্ষক প্রায় ৮ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে। এভাবে নানা অনিয়মের মাধ্যমে এখানকার কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংস করছেন তিনি- এমনটাই দাবি বিক্ষোভকারীদের।

এছাড়াও অতিরিক্ত ফি আদায় ও শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিদ্যালয় পরিচালনা কমিটিকে না জানিয়ে কাঞ্চন পৌর এলাকার হাজী রফিজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন, কিন্তু ৮ মাস না যেতেই সেখানে নানা অনিয়মে জড়িত হলে তাকে তাড়িয়ে দেন। পরে পুনরায় জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ে ফেরত আসেন।

মঙ্গলবার শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বাঁধা দিয়ে প্রধান শিক্ষকের মদতপুষ্ট ওবায়দুল, সুমনসহ ৭-৮জন সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে দাবি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে দশম শ্রেণির শিক্ষার্থী শুভ, মেহেদী হাসান, আলিফ, রানা, ৯ম শ্রেণির জিহাদ, তামিমসহ ১৫ জন আহত হন।

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কোনো হামলা করা হয়নি। কে বা কারা হামলা করেছে তা আমার জানা নেই। তাছাড়া বিদ্যালয়ের টাকা-পয়সা নয়-ছয়ে জড়িত নই। তবে শিক্ষার্থী ও অভিভাবকরা চাইলে আমি স্বেচ্ছায় পদত্যাগ করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৩৫:৫৭



মালয়েশিয়ায় কোনভাবেই শীত খুঁজে পাচ্ছেন না পরী!
মালয়েশিয়ায় কোনভাবেই শীত খুঁজে পাচ্ছেন না পরী!
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩২:১৩

নলডাঙ্গায় ২শত বছরের পুরোনো পৌষ মেলা শুরু
নলডাঙ্গায় ২শত বছরের পুরোনো পৌষ মেলা শুরু
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩১:৫৬



আকাশসীমা খুলে দিল ইরান
আকাশসীমা খুলে দিল ইরান
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৪:১৩




Follow Us