• ঢাকা
  • |
  • রবিবার ২রা অগ্রহায়ণ ১৪৩২ সকাল ০৭:৪৭:০৬ (16-Nov-2025)
  • - ৩৩° সে:

বাংলাদেশসহ বিশ্বকাপে সরাসরি টিকিট পেল যারা

১০ মে ২০২৩ বিকাল ০৩:০১:৩৬

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: আগামী অক্টোবর-নভেম্বর মাসে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে । আয়ারল্যান্ড বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য বাংলাদেশকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারাতে হত । কিন্তু ওয়ানডে সুপার লিগের অংশ সিরিজের প্রথম ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। ফলে আইরিশদের সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন একেবারেই ভেস্তে গেছে।

Ad

৯ মে মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ড কাউন্টি গ্রাউন্ডে আয়ারল্যান্ডের স্বপ্নভঙ্গ হয়েছে। ফলে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য সরাসরি ৮ দলের শেষ দল হিসেবে ভারতে যাওয়ার টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আইরিশদের এখন জিম্বাবুয়েতে খেলতে হবে বাছাইপর্বের ম্যাচ।

Ad
Ad

এদিকে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ আগেই নিশ্চিত করেছে তামিম ইকবালের বাংলাদেশ। আর স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত ছিল ভারতের। এছাড়া ১৩ দলের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের মাধ্যমে সরাসরি জায়গা করে নিয়েছে আরও ছয়টি দল। তারা হলো- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দশ দল নিয়ে অনুষ্ঠিত হবে। সুপার লিগের মাধ্যমে আট দল নিশ্চিত হয়ে যাওয়ায় বাকি রইলো দুটি দল। এই দুটি দল বাছাইপর্ব খেলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হবে। আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে হবে বিশ্বকাপে বাকি দুই দলের বাছাইপর্ব।

বাছাইপর্বে সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া পাঁচ দলের মধে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। সঙ্গে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা আরও পাঁচটি দল। তারা হলো- নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ফরিদপুরে সাবেক জেলা পরিষদ সদস্যসহ গ্রেফতার ৪
১৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:১৭



সংবাদ ছবি
শ্রীপুরে পৃথক স্থান থেকে ২জনের মরদেহ উদ্ধার
১৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬:০২


Follow Us