• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৪:২৪:৫২ (07-Oct-2025)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে এখন টিভির সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

৭ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৪৪:৪৫

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।

Ad
Ad

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সেলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহের সময় স্থানীয় সন্ত্রাসী শুক্কুরের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। হামলাকারীরা এ সময় ক্যামেরা ভাঙচুর ও সরঞ্জাম ছিনিয়ে নেয়।

Ad

এই ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুমিল্লার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক এবং সঞ্চালনা করেন কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুক তাপস।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি প্রমুখ।

বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েই চলছে। একের পর এক হামলার ঘটনা ঘটলেও বিচার হচ্ছে না। তারা অবিলম্বে চট্টগ্রামে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ভালো লক্ষণ নয়। রাষ্ট্রের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে মাঠ পর্যায়ে সাংবাদিকতা কঠিন হয়ে পড়বে, যা গণতন্ত্র ও রাষ্ট্রের জন্য হুমকি।

বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

চট্টগ্রামের ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে মানববন্ধন সমাপ্ত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
আড়াইহাজারে চুরির প্রতিবাদ করায় যুবক খুন
৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:১২:৫২

সংবাদ ছবি
পদার্থে নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী
৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০১:২৪









Follow Us