স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে কাজ করা স্বেচ্ছাসেবকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ।
তিনি হামলার শিকার স্বেচ্ছাসেবকদের সঙ্গে সরাসরি দেখা করে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
৯ অক্টোবর বৃহস্পতিবার হামলার শিকার স্বেচ্ছাসেবকদের খোঁজখবর নেন তিনি।
জানা যায়, নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে মাসুদুজ্জামান মাসুদই প্রথম ট্র্যাফিক কন্ট্রোল কার্যক্রম শুরু করেন, যেখানে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করা হচ্ছিল। পরবর্তীতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, বিকেএমইএ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংগঠন এই কার্যক্রমে অংশগ্রহণ করে।
এই জনকল্যাণমূলক উদ্যোগে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ওপর হামলাকে নিন্দনীয় ও অগণতান্ত্রিক আচরণ হিসেবে উল্লেখ করেছেন মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, এই শহরের মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে লক্ষ্যে আমাদের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছে। তাদের ওপর হামলা মানেই জনসেবার ওপর হামলা। আমি ব্যক্তিগতভাবে তাদের পাশে আছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করব।”
মাসুদুজ্জামান মাসুদ একইসাথে স্বেচ্ছাসেবকদের নির্ভয়ে ও অবিচল থেকে জনগণের সেবায় কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available