• ঢাকা
  • |
  • সোমবার ২২শে পৌষ ১৪৩২ সকাল ১১:১৮:২৯ (05-Jan-2026)
  • - ৩৩° সে:

ফার্মগেটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১০:৩২

ফার্মগেটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড়, খামারবাড়ি, বিজয় সরণি ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়েছে। ৪ জানুয়ারি রোববার সকাল পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শত শিক্ষার্থী ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

Ad
Ad

জানা গেছে, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। চার দিন চিকিৎসাধীন থাকার পর, ১০ ডিসেম্বর তিনি মারা যান।

এই ঘটনার পর থেকে সাকিবুলের সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করছেন। এর আগেও একাধিকবার একই দাবিতে সড়ক অবরোধ করেছেন তারা।

জানা গেছে, অবরোধের কারণে ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমা বলেন, ‘এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে তারা সড়কে অবস্থান নিয়েছেন। আমরা কথাবার্তার মাধ্যমে সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us