• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩২ রাত ১০:১৮:০২ (28-Jan-2026)
  • - ৩৩° সে:

নারায়নগঞ্জে ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:১৯

নারায়নগঞ্জে ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

রাসেল হাওলাদার:  দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

Ad

এরই ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া, রুপগঞ্জ, নারায়নগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পূর্বাচল আর্মি ক্যাম্প।

Ad
Ad

অভিযানে ৫ জন শীর্ষ সন্ত্রাসীদের হতে একটি বিদেশী পিস্তল, পিস্তলের ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড এ্যামোনেশন, বিস্ফোরক, বিপুল পরিমান দেশীয় অস্ত্র, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ পূর্বাচল আর্মি ক্যাম্প কর্তৃক হাতেনাতে গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- রমজান মোল্লা (৩৫), মো. সবুজ (২৬), মেহেদী হাসান (২৫) , এনামুল হক (২৫) এবং সুমন হোসেন (২৩)। তারা নারয়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাদাবাজ শুটার রিয়াজের সহযোগী। তাদের কর্মকাণ্ডে এলাকাবাসী একপ্রকার জিম্মি হয়ে আছে। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য রুপগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে শুটার রিয়াজকে গ্রেফতার করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে
উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে
২৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:১৮



Follow Us