• ঢাকা
  • |
  • শনিবার ১লা ভাদ্র ১৪৩২ রাত ০৮:৫০:৩৭ (16-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গলাচিপায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

গলাচিপা ( পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে সাগরিকা নামের এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।১৬ই আগস্ট শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে গোলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগরিকা (১৫) গোলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার কবির পালোয়ানের মেয়ে।পরিবারের দাবি, পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সাগরিকা। তার মা আখিনুর জানান, “মেয়েকে গালমন্দ করার পর রাগ করে সে এমন ঘটনা ঘটিয়েছে।”এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর পরিবার একটি চিরকুট পেয়েছিল বলে প্রথমে আলোচনা হলেও পরে তা অস্বীকার করা হয়। এতে ধারণা করা হচ্ছে, পারিবারিক অভিমান ছাড়াও অন্য কোনো ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থাকতে পারে।গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান বলেন, আত্মহত্যার ঘটনা শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, থানায় মরদেহ নিয়ে আসা হবে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবে মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত প্রয়োজন।