• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা মাঘ ১৪৩১ দুপুর ০২:২৫:০৩ (14-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা মাঘ ১৪৩১ দুপুর ০২:২৫:০৩ (14-Jan-2025)
  • - ৩৩° সে:

নরসিংদীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থী অবরোধ, ছাত্রদল নেতাকে গ্রেফতারের দাবি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ভাটপাড়া এনসি গুপ্ত হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেনকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ১২ জানুয়ারি রোববার সকাল সাড়ে দশটায় সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া বাজারে পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এসময় বর্তমান শিক্ষার্থীদের সাথে সাবেক শিক্ষার্থীরা ও অংশ নেয়।শিক্ষার্থীরা জানায়, ভাটপাড়া এনসি গুপ্ত হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেন বাড়ি নির্মাণ করছেন। এই বাড়ি নির্মাণ কাজে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী জুয়েল ঘোষ চাঁদা দাবি করছিলেন। তিনি বাড়ি নির্মাণ কাজের সামগ্রী সরবরাহ করতে চাইছিলেন কিন্তু ময়নাল হোসেন তাতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে জুয়েলের নেতৃত্বে সোহাগ, ফরিদ মিয়া, রিপনসহ অঞ্জাতরা ময়নাল হোসেনের উপর হামলা করে। এসময় তাকে ও ছেলেকে মারধর করে। বিষয়টি বিদ্যালয়ে জানালে শিক্ষকরা স্থানীয়ভাবে মীমাংসা চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ময়নাল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে মাধবদী থানার লিখিত অভিযোগ দেয় করেন।ভুক্তভোগী সিনিয়র শিক্ষক ময়নাল হোসেন জানান, আমি এখনো নিরাপত্তা হীনতায় ভুগছি। আবার কখন আমার উপর হামলা হয়। আমি বাড়ি নির্মাণের কাজ করছি। জুয়েল এসে আমাকে বলে তার কাছ থেকে ইট বালু সিমেন্ট রড এগুলা নিতে হবে। আমি তাকে বলি যেসব মালামাল লাগবে আমি মোটামুটি সবগুলো এনেছি। পরবর্তীতে যা লাগবে তোমার থেকে নিব। তারপরও আমার ৯ বছরের ছেলেসহ আমার উপর হামলা করে মারধর করে। আমি এর বিচার চাই।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা জানান, ঘটনার পর বিষয়টি নিয়ে আমরা স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু স্থানীয়ভাবে কোন সুরাহ না পাওয়ায় বিচারের দাবিতে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আর কোনো শিক্ষক যেন অন্যায়ভাবে নির্যাতনের শিকার না হয় সেই দাবিও জানান তিনি।সকালে শিক্ষার্থীরা শিক্ষকের বিচারের দাবিতে সড়কে নেমে আসেন। তারা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়। এ সময় তারা গাছের খণ্ড, টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে প্রায় দশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যাতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে দুপুর দেড়টায় ঘটনাস্থলে এসে সেনাবাহিনী অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে যানচলাচল স্বাভাবিক হয়।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগের পর আমরা রাতভর আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছি। যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।