• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩২ ভোর ০৪:৫৩:৩৯ (17-Oct-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনায় ১৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা

১২ মার্চ ২০২৫ সকাল ১০:৪৬:১০

সংবাদ ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের বড়ইছুটি এলাকায় জমি সংক্রান্ত ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় কফিল উদ্দিন নামের এক ব্যক্তিসহ ৬ জন আহত হওয়ার ঘটনায় ১৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

১১ মার্চ মঙ্গলবার দুপুরে কফিল উদ্দিন বাদী হয়ে মিজানুর রহমান, আমিনুর ইসলাম, নুরুল ইসলাম, রবিন, রিশাদ, রফিকুল ইসলাম, আব্দুল জলিল, আলী হোসেন, মাসুম, মাফুজ, শাকিব, আসলাম ও লালনের নাম উল্লেখ করে  কালিয়াকৈর থানায় এ অভিযোগ দায়ের করেন।

Ad
Ad

থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, কালিয়াকৈরের বড়ইছুটি এলাকার কফিল উদ্দিনের সঙ্গে একই এলাকার মিজানুর রহমানের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এর জেরে মাঝে মধ্যেই মিজানুর রহমান ও তার অনুসারীরা কফিল উদ্দিন ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি ও নির্যাতন করে আসছিল।

Ad

গত শনিবার সকালে মিজানুর রহমান তার লোকজন নিয়ে কফিল উদ্দিনের বাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কফিল উদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগম বাধা দিলে মিজানুর রহমান ও তার অনুসারীরা তাদের এলোপাতাড়ি মারধর করে। এসময় কফিল উদ্দিনের চাচাতো বোন সেলিনা, চাচি আমিরজান, চাচাতো ভাইয়ের স্ত্রী মিনারা, মেয়ে পারভীন এগিয়ে এলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

হামলাকারীরা স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল লুট করে। অবশেষে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত মিজানুর রহমান বলেন, আমি কাউকে মারধর করিনি। বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
১৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:৫১:৩১



সংবাদ ছবি
উত্তরায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭:৪৪



সংবাদ ছবি
আজ থেকে শুরু হচ্ছে সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস
১৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:২৩

সংবাদ ছবি
বাবা হলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ
১৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৫৫

সংবাদ ছবি
শ্রীপুর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন
১৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:১৭


Follow Us