• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:২১:৫০ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:২১:৫০ (20-May-2024)
  • - ৩৩° সে:

৩য় দিনেও শুরু হয়নি পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারের কাজ

মানিকগঞ্জ প্রতিনিধি: পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের কাজ ঘটনার ৩য় দিনেও শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।১৮ জানুয়ারি বৃহস্পতিবার উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁচ্ছানোর পর মাত্র একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা মিলে ডুবে যাওয়া ৯টি মালবাহী ট্রাকের মধ্যে ৩টি ট্রাক উদ্ধার করেছে। বুধবার সন্ধ্যা ৭টা থেকে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে শুরু হওয়ার পর আবারও স্থগিত করে ঘাট কর্তৃপক্ষ।১৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০টার মধ্যে এখনও পুনরায় শুরু করতে পারেনি উদ্ধার তৎপরতা। প্রত্যয় আসার পর আবারও উদ্ধার কাজ শুরু করবে বলে জানিয়েছে কর্মকর্তারা।পাটুরিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধা উদ্ধারে বুধবার দুপুর থেকে কাজ করছে বিআইডব্লিউটিএ উদ্ধারকারী জাহাজ হামজা। যে ফেরিটি ডুবে গেছে সেটি উদ্ধারে সক্ষমতা নেই হামজা ও রুস্তমের। কারণ ডুবন্ত ফেরিটির ওজন ২৫০ টনের বেশি।বিআইডব্লিউটিএ-এর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহ জাহান জানান, উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের সক্ষমতা প্রতিটির ৬০ টন করে। নারায়নগঞ্জ থেকে রওনা হওয়া প্রত্যয়ের সক্ষমত ২৫০ টন। সেক্ষেত্রে তিন জাহাজ একত্রে চেষ্টা করলে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করা সম্ভব।বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, নদীতে ঘন কুয়াশ থাকায় উদ্ধারকারী জাহাজগুলো ঘটনাস্থলে আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় খুব শিগগিরই ফেরি উদ্ধারকাজে যোগ দিবে। প্রত্যয় এর মাধ্যমে ফেরি উদ্ধার সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।