• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ভাদ্র ১৪৩২ সকাল ১০:৪৯:০৭ (18-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কিশোরগঞ্জের গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।১৪ আগস্ট বুধবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কুমার বড়ুয়ার নেতৃত্বে এসআই (নি.) মানষ ভদ্র, এসআই (নি.) মো. ফখরুল ইসলাম, এএসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। আটকরা হলেন—ভৈরব নিউ টাউন এলাকার জালাল উদ্দিনের ছেলে মো.হৃদয় মিয়া (৩০) ও নরসিংদী রায়পুরা থানার আব্দুল মন্নাফ মিয়ার ছেলে মজিবুর রহমান (৬০) ।বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও গাড়িসহ আসামিদের আটক করা হয়। পরে তাদের কটিয়াদী মডেল থানায় প্রেরণ করা হয়।কটিয়াদী মডেল থানা সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।