• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০১:১৮:২৪ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০১:১৮:২৪ (01-May-2025)
  • - ৩৩° সে:

পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় ঘর নির্মাণ বিরোধের জেরে ভাইয়ের হাতে আরেক ভাই নিহত হয়েছেন। অপর ভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জিপু সরদার (৩০) কৈকুন্ডা গ্রামের রিকাত আলী সরদারের ছেলে। অপর ভাই মনিরুল সরদারকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতের পরিবার ও স্থানীয়রা জানা যায়, জিপু অবিবাহিত, আর মনিরুল এক সন্তানের জনক। সম্প্রতি তারা একসঙ্গেই বাড়ি নির্মাণ শুরু করেন। সেই বাড়ির রুম নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বৃহস্পতিবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুল ও তার স্ত্রী-সন্তানের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় তাদের মধ্যে মারামারি হলে‌ দুই ভাইই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জিপুর মৃত্যু হয়।এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।