বড়াইগ্রামে সন্তানদের নির্যাতনের বর্ণনা দিয়ে কাঁদলেন ৯৩ বছর বয়সী বৃদ্ধ
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৯৩ বছর বয়সী বৃদ্ধ পিতাকে নির্যাতনের অভিযোগ উঠেছে নিজ সন্তানদের বিরুদ্ধে। উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।সরেজমিনে গিয়ে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়ে বৃদ্ধ বাবাকে মারার জন্য উদ্ধত হয় একমাত্র ছেলে ও দুই কন্যা।ঘটনার বিষয়ে জানতে চাইলে কান্না জড়িত কণ্ঠে বৃদ্ধ কছিম উদ্দিন বলেন, কোন সন্তান আমার খোঁজখবর রাখে না, আমার নাতি রাকিব ছোট বয়স থেকেই আমাকে দেখভাল করে। সেজন্য খুশি হয়ে আমি আমার নিজ নামীয় কিছু জমি আমার নাতি রাকিবের নামে রেজিস্ট্রি করে দিয়েছি, যেন আমি অভাবে আমার ওই নাতি একটু ভালোভাবে চলতে পারে।তিনি আরও জানান, নাতিকে সামান্য জমি দেওয়ার কারণে আমার ওই নাতির পিতা আমার একমাত্র ছেলে ও দুই মেয়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে ২৭ জানুয়ারি বিকাল পাঁচটার দিকে আমার বাড়িতে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি তাদের নিষেধ করলে তারা আমাকে মারার জন্য উদ্ধত হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় ও প্রাণ নাশের হুমকি দেয়।আমার ছেলে মেয়েরা হুমকি দেয় আমার নাতি রাকিবের পুকুরের মাছ জোরপূর্বক ধরে বিক্রয় করবে। আমার নাতির ঘরে রক্ষিত পাট ও ধান বিক্রয় করবে। আমার নাতি রাকিবকে খুন করবে বলে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে তাড়িতে দেয়। বর্তমানে প্রাণ ভয়ে আমার নাতি রাকিব ঘর ছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছে। যে কোন সময় আমার ও আমার নাতি রাকিবের জান ও মালের ক্ষতি সাধন করবে বলে বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে, বিচারের দাবিতে ও নিরাপত্তার জন্য আমি থানায় অভিযোগ করেছি।এ বিষয়ে বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিষয়টি পারিবারিক সমস্যা। অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।