• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:৩০:৪২ (23-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কুমিল্লায় বিদেশি অস্ত্র ও মাদকসহ ২ যুবক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি : ভারত থেকে মাদক ও বিদেশী অস্ত্র নিয়ে এসে বিভিন্ন জায়গায় সরবরাহ করার অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।১৪ অক্টোবর মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর অশোকতলা র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র‍্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।গ্রেফতাররা হলেন, কুমিল্লা সদর উপজেলার ভাটকেশ্বর গ্রামের জসিমের ছেলে রিয়াদ হোসেন (২৯) এবং আরেকজন একই গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে মামুন মিয়া (২৯)।  মেজর সাদমান জানান, মঙ্গলবার দিবাগত রাতে ভাটকেশ্বর গ্রামে অভিযান চালিয়ে দুই যুবককে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে ৮৫ বোতল স্কাফ ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতার হওয়া রিয়াদের বিরুদ্ধে ১৮টি ও মামুনের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।