বড়লেখায় বিএসএফের পুশইন করা আরও ১৫ জন পরিবারের জিম্মায়
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা-বিয়ানীবাজার সীমান্ত দিয়ে পুশইন হওয়া আরও ১৫ জন বাংলাদেশি নাগরিককে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১১ মে রোববার সকাল ১০টার দিকে বড়লেখা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, ‘আজকে সীমান্ত থেকে নতুন করে কাউকে আটক করা হয়নি। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার থাকায় পুশইন বা অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি। তবে আগেই আটক হওয়া অবশিষ্ট ১৫ জনের পরিচয় বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’