• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:৪৩:৩১ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:৪৩:৩১ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আহত ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ আকাশ (২২) নামের ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ।এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া পুলিশ ফাঁড়ির এসআই ইউনুস মুন্সিসহ দুই কনস্টেবল আহত হয়েছেন।১৪ মার্চ শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাতপাখি দারোগা গলি এলাকায় আরিফের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।জানা গেছে, সাতপাখি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আকাশকে গ্রেফতার করে হাতকড়া পরালে তার সাথে থাকা সালাউদ্দিন নামের এক সহযোগী ২০-২৫ জন নারী পুরুষ নিয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলায় এস আই ইউনুসের মাথা ফেটে যায় এবং ডান হাত মারাত্মক জখম হয়। এ সময় দুইজন কনস্টেবলকে কিল-ঘুষিতে যখম করা হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।ইকুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাসির উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘পুলিশ সদস্যের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা করা হলেও আমাদের সদস্যরা জীবন বাজি রেখে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আহত এসআই ইউনুসের মাথায় চারটি সেলাই পড়েছে। অপর দুই কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।