স্টাফ রিপোর্টার, বাগেরহাট: সুন্দরবনে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছে মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক কিশোর পর্যটক।
১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলের দিকে কচিখালী ডিমেরচর সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোর মাহিত আব্দুল্লাহ ঢাকায় মোহাম্মদপুরের শেখেরটেকের বাসিন্দা শেখ সুলতান মাহমুদ আসাদের ছেলে। তাকে উদ্ধারে বন বিভাগ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এশিয়ান টেলিভিশনকে জানান, শনিবার সকালে ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে এমভি দি এক্সপ্লোরার নামের একটি জাহাজ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীতে নোঙর করে।
এরপর পর্যটকরা নৌকায় করে ডিমেরচর সি-বিচে ঘুরতে যান। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সঙ্গে সাগরে গোসল করতে নামেন। হঠাৎ করেই মাহিত সাগরের পানিতে তলিয়ে যান। তাৎক্ষণিক জাহাজের কর্মী এবং বনরক্ষীরা উদ্ধারের জন্য সাগরে নামলেও তার খোঁজ পাননি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ডিমেরচর এলাকায় নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য শরণখোলা, কটকা ও কচিখালীর বন বিভাগ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available