• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২ বিকাল ০৫:২২:৫২ (02-Jan-2026)
  • - ৩৩° সে:

পলাশবাড়ীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২১:৪৭

পলাশবাড়ীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে একটি বাস। এ ঘটনায় দুইজন নিহত এবং অন্তত সাত জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

Ad

২ জানুয়ারি শুক্রবার সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের ঠুটিয়া পুকুরস্থ গড়েয়ার ঈদগাহ মাঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার কাজীবাড়ী সন্তোলা গ্রামের গণি আকন্দের ছেলে ও বাসের হেলপার মূসা আকন্দ এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার ধনাশলা গ্রামের হারুন মিয়ার ছেলে বাস যাত্রী জামিল হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে ঠুটিয়া পুকুর বাজারের গড়ের ঈদগাহ মাঠ এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাককে গাইবান্ধাগামী যাত্রীবাহী কাজি পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসের হেলপার মূসা আকন্দ ও যাত্রী জামিল হোসেন মারা যান। আহত হন সাত জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে গুরুতর দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার হোসেন বলেন, “দুটি মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়। গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদক জব্দ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদক জব্দ
২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২৬:২৪








Follow Us