কালিয়াকৈরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনি আহমেদ লিটন (২৭) কে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।গ্রেফতার জনি আহমেদ লিটন বড় কাঞ্চনপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি এক সময় চাপাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী খান জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি গ্রেফতার এড়াতে আলমারির ভিতরে লুকিয়ে ছিলেন।কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, গ্রেফতার জনি আহমেদ লিটনকে শুক্রবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।