• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই শ্রাবণ ১৪৩২ সকাল ১১:২১:০৫ (31-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই শ্রাবণ ১৪৩২ সকাল ১১:২১:০৫ (31-Jul-2025)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ভস্মীভূত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সাতপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।২৭ জুলাই রোববার দিবাগত রাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি দোকানঘর পুড়ে যায়।আগুনে একটি দোকানে থাকা নগদ ৪ লাখ টাকার পোড়া নোটের মধ্যে এক লাখ টাকা উদ্ধার করা গেলেও বাকি অর্থসহ দু'একটি দোকান বাদে অন্য দোকানগুলোর সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত আনুমানিক ৪টার দিকে বাজারে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা সকাল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ৩টি মুদি, সেলুন, একটি খালি দোকান ও একটি কীটনাশকের দোকান ছিল।স্থানীয়রা জানান, একটি মুদি দোকানে থাকা প্রায় ৪ লাখ টাকার মধ্যে মাত্র এক লাখ টাকার মতো পোড়া টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সবকিছুই পুড়ে গেছে।এ অগ্নিকাণ্ডে আগুনের  লেলিহান শিখায় ব্যবসায়ী জীসান আহমেদের সার ও কীর্টনাশকের দোকান, ফিরোজ আলমের মুদি দোকান, মইদুল ইসলামের মুদি দোকান, রেজাউল ইসলামের ইলেকটনিক্স এর দোকান ও সজীব কুমারের একটি সেলুনের দোকান পুড়ে ভুষ্মীভুত হয়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মইদুল ইসলাম জানান, তার দোকানে নগদ সাড়ে সাড়ে ৪ লক্ষ টাকা সহ মুদি দোকানের মালামাল ও আসবাবপত্র সহ প্রায় ৯ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সার ও কীটনাশক ব্যবসায়ী জীসান আহমেদ জানান, তার দোকানে  প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে প্রায় ১৬-১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।এ বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। কোন একটি দোকানের বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ দিকে খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ইউপি সদস্য গোলাম রব্বানী, ঘোড়াঘাট থানার এস আই সাব্বির হোসেনসহ আরও অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।