• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই পৌষ ১৪৩২ দুপুর ০২:৪৪:১৫ (31-Dec-2025)
  • - ৩৩° সে:

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা কলেজ ছাত্রদলের শোক

৩১ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৩:২৩

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা কলেজ ছাত্রদলের শোক

ঢাকা কলেজ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখা গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে। দলটি কিংবদন্তি নেত্রীর অসাধারণ রাজনৈতিক ভূমিকা, গণতান্ত্রিক সংগ্রামে অবদান ও বাংলাদেশপন্থী নেতৃত্বের জন্য তাকে স্মরণীয় প্রদর্শন করেছে।

Ad

৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকবার্তা জানায় সংগঠনটি।

Ad
Ad

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখার আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন এক শোকবার্তায় বলেন, ‘দেশমাতা বেগম খালেদা জিয়ার স্নেহ ও আদর্শের ছায়াতলেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গড়ে উঠেছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদল তাঁর অনুপ্রেরণায় আপসহীন ভূমিকা পালন করে এসেছে।’

শোকবার্তায় আরো বলা হয়েছে, বেগম খালেদা জিয়া যুগের পর যুগ ধরে এদেশের গণতান্ত্রিক সংগ্রামের অগ্রদূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর দৃঢ় মনোবল, আপসহীন নেতৃত্ব ও অনন্য রাজনৈতিক প্রজ্ঞা বাংলাদেশপন্থী রাজনীতির ইতিহাসে স্থায়ী ছাপ রেখেছে। দল-মত নির্বিশেষে তিনি হয়ে উঠেছিলেন দেশের গণতান্ত্রিক রাজনীতির অভিভাবক ও ঐক্যের প্রতীক।

ঢাকা কলেজের ছাত্রদল নেতারা আরও উল্লেখ করেন, ‘দেশ ও জনগণের স্বার্থে তিনি নির্যাতন, নিপীড়ন ও কারাবরণের মতো কঠিন বাস্তবতা অকাতরে সহ্য করেছেন। জীবনের সর্বশেষ দিন পর্যন্ত দেশ ও মানুষের প্রতি তাঁর ভালোবাসা অটুট ছিল।’

বক্তারা আরো বলেন, ‘তাঁর ইন্তেকালে জাতীয়তাবাদী পরিবারসহ সমগ্র দেশ আজ গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করি এবং তাঁর আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করার জন্য প্রার্থনা করি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার
৩১ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:০৬:৪৪



মায়ের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত
মায়ের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত
৩১ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৩:০৭






Follow Us