৩০ জানুয়ারি নোয়াখালী আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নোয়াখালী প্রতিনিধি: আগামী ৩০ জানুয়ারি শুক্রবার নোয়াখালীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।২৬ জানুয়ারি সোমবার রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীতে জেলা জামায়াতের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইসহাস খন্দকার।জেলা জামায়াত আমির জানান, ১১ দলীয় জোটের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে নোয়াখালী ৩০ জানুয়ারি এক জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে জোটের নেতৃবৃন্দও উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের প্রচার সম্পাদক ডা. বোরহান উদ্দিন, শহর জামায়াতের আমির মাওলানা ইউসুফ, সেক্রেটারি মোহাম্মদ মায়াজ, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মিরাজ, জেলা ছাত্রশিবিরের শহর সভাপতি হাবিবুর রহমান আরমান।