• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:৫৪:৫৪ (05-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নির্বাচন বানচালকারী ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করতে পারে। দেশীয় কিংবা পার্শ্ববর্তী দেশ থেকে কেউ উস্কানি দিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় দিনাজপুরের হিলিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ডা. জাহিদ বলেন, নির্বাচন বানচালকারী ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। কোনো অবস্থাতেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না।তিনি আরও বলেন, অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার এবং বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।