• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৫১:০৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৫১:০৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে দিনমজুর খুনের মামলায় ৪ জনের ফাঁসির আদেশ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামে পরকীয়ার জের ধরে দিনমজুর ছাবু মিয়াকে খুনের ঘটনায় ৪ আসামিকে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।৯ এপ্রিল বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২-এর বিচারক এ কে এম কামাল উদ্দিন এই দণ্ডাদেশ দেন।আসামীরা হল- মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, মৃত হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া এবং মুরাদপুর গ্রামের মৌল মিয়া ছেলে আবুল। তারা সকলেই আদালতে উপস্থিত ছিল। সাজা দেওয়ার পর তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামী মারাজ মিয়ার মৃত্যু হওয়ায় অব্যাহতি পেয়েছে।আদালতের পেশকার তপন সিংহ জানান, মাধবপুরের বার চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে দিন মজির ছাবু মিয়াকে ২০০৯ সালের ১৩ এপ্রিল পরকিয়ার জের ধরে আসামীর খুন করে গ্রামের একটি জঙ্গলে মরদেহ ফেলে রাখে। পরদিন তার স্বজনরা মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া ৩জনকে আসামী করে একটি এজহার দায়ের করেন।মাধবপুর থানার এসআই আলমগীর তদন্ত শেষে ওই বছরের ২১ মে তারিখে ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ১৩ জনের সাক্ষী শেষে বিজ্ঞ বিচারক বুধবার রায় প্রদান করেন।রায় প্রদানকালে মামলার বাদী হাফিজ মিয়াসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন। হাফিজ মিয়া বলেন, ১৬ বছর অতি কষ্টে মামলা পরিচালনা করেছেন। ভিকটিম ছাবু মিয়া সহজ সরল ছিল। আদালতের রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী বলেন, এই রায়ে রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট। এর মাধ্যমে সমাজে অপরাধীর এ ধরনের অপরাধ করতে সাবধান হবে। তিনি দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান।আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক মহালদার উচ্চ আদালতে আপীল দায়ের করবেন বলে জানিয়েছেন।